ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ১২:৩৬ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 10:00 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে একদিনে শিশু ও বৃদ্ধসহ অন্তত ১০ জনকে কামড়ে আহত করেছে এক পাগলা কুকুর। পৌরসভার মহিশালবাড়ি, আলীপুর ও সাগরপাড়া মহল্লায় কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

গত রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে গত মঙ্গলবার রাত পর্যন্ত কুকুরের কামড়ে ওই ১০ জন আহত হন। স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে গত মঙ্গলবার সন্ধ্যায় লোকজন সাগরপাড়া মহল্লায় কুকুরটিকে দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০ জন। এছাড়া কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা নিয়েছেন।

মহিশালবাড়ির বাসিন্দা শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার বিকালে আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। তখন কুকুরটি ছেলের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ছেলেকে রামেকে ভর্তি করি। আলিপুর মহাল্লার হোসেন আলী গণমাধ্যমকে বলেন, রোববার সকালে বাড়ির পেছনে আমার ৪ বছরের ছেলে খেলছিল।

সেখানে কুকুরটি আমার ছেলেকে কামড়ে দেয়। তাকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল কর্মকর্তা ডা. হাসানুল জাহিদ বলেন, কুকুরের কামড়ের শিকার কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। তাদেরকে জলাতঙ্ক রোগ প্রতিরোধের ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।