ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৫ - ১:০২ অপরাহ্ন

শিরোনাম

নেসকো নওগাঁর গ্রাহক শুনানী অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 6:52 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নওগাঁ সার্কেল নেসকোর আওতাধীন এলাকার গ্রাহক ও অংশীজনের অংশগ্রহণে সেবা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে গণ শুনানী ও রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী নেসকো নওগাঁর আয়োজনে কাঁঠালতলী কার্যালয়ে এই শুনানী অনুষ্ঠিত হয়।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক শুনানীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেসকো’র বিতরণ অঞ্চল রাজশাহীর প্রধান প্রকৌশলী জাকির হোসেন।

তিনি বলেন, দেশ এখন উন্নত টেকনোলজির দিকে ধাবিত হচ্ছে। তার ধারাবাহিকতায় সারা দেশের মতো নওগাঁ অঞ্চলেও গ্রাহকদের মাঝে প্রি-পেমেন্ট মিটার লাগানোর কাজ শুরু হয়েছে। গ্রাহকদের মাঝে এই মিটার সম্বন্ধে কিছু অপপ্রচার চলছে।

কোন কোন গ্রাহক বলছে এই মিটারে নির্ধারিত বিদ্যুৎ খরচের চেয়ে টাকা পেমেন্ট নাকি বেশি দিতে হচ্ছে এবং গ্রাহকদের নানা ধরনের অসুবিধার গুঞ্জন চলছে। এমনকি কিছু কিছু জায়গায় প্রি-পেমেন্ট মিটার লাগাতে গ্রাহক পর্যায় কিছু ঝামেলার খবর ও পাওয়া যাচ্ছে। এই অশংগতি ও ভুল ধারণা নিরসনের জন্য মূলত গতকাল এই গ্রাহক শুনানী।

এই মিটারে গ্রাহকদের একটি টাকাও বিদ্যুৎ ব্যবহারের মূল্যের চেয়ে বেশি দিতে হবে না। বিশ্বের অনেক দেশেই এখন এই পদ্ধতি চালু হয়েছে। তাহলে আমরা কেন পিছে থাকবো। চলতি ইরি-বোরো মৌসুম ও রমজান মাসকে সামনে রেখে কিছু লোডশেডিং হতে পারে।

সেই জন্য ইরি ধানের সেচ সুবিধা নিশ্চিত করতে চাষিদের রাত ১১টার পর থেকে সেচ পাম্প চালু করার পরামর্শ দেন। গ্রাহকদের কিছু অসুবিধার কথা শুনে তিনি তাৎক্ষণিক সমাধানের আশ্বাস প্রদান করেন। প্রি পেমেন্ট মিটার স্থাপনের জন্য সকল গ্রাহককে সহোযোগিতার আহবান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ নওগাঁর নেসকো-১ তানজিমুল হক, মিলন মাহমুদ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো-২, উপ-বিভাগীয় প্রকৌশলী কালাম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ নেসকো-২ নওগাঁ। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক জামিল, সিয়াম হোসেন, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, রাণীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম প্রমুখ।