চাঁপাই সীমান্তে বিজিবি’র রিজিয়ন কমান্ডার ও বিএসএফের আইজি পর্যায়ে বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে চলমান সর্ম্পক আরও সুদূঢ় করা এবং সীমান্তে আকষ্মিক যে কোন সমস্যা সংশ্লিষ্ট বিষয় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত হওয়ার যৌথ সিধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ বিওপিতে বিজিবি’র রিজিয়ন কমান্ডার ও বিএসএফের আইজি পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া। সভায় সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনার মাধ্যমে তা সমন্বিতভাবে সমাধান করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ৫৯ বিজিবি অধিনায়ক।
সভায় বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রে. জেনারেল এসএম জাহিদুর রহমান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার। এছাড়াও সভায় রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফের মালদা সেক্টর কমান্ডারসহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।