ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৭:১৭ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Tuesday, February 11, 2025 - 6:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ওমর ফারুক (১০) নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কিশোরপুরে গ্রামে এই ঘটনা ঘটে। ওমর ফারুক কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের দোলন হোসেনের ছেলে।

জানা গেছে, শিশুর বাড়ির পাশে কিশোরপুর গ্রামে জাহাঙ্গীর হোসেনের পুকুরে গ্যাস হয়ে কিছু মাছ মরে ভেসে উঠে। মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে নিখোঁজ হয় শিশু ওমর ফারুক। পরে পরিবারের লোকজন জানতে পেরে পুকুরে খোঁজাখুঁজির পর পাওয়া যায়।

পাকুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কিশোরপুর গ্রামের সাবেক মেম্বার আবদুল কাদের মোল্লা শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।

বাঘা থানার ওসি আ.ফ.ম.আসাদুজ্জামান বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। কারও কোন অভিযোগ না থাকায় লাশকে দাফনের অনুমিত দেয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।