ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ২:০১ পূর্বাহ্ন

পবায় জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ নাটকের শুটিং

  • আপডেট: Wednesday, February 5, 2025 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকার উত্তরা পিকনিক স্পটে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ নাটকের শুটিং করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন লোকেশান ও নওদাপাড়া আম চত্বরসহ মহানগরের বিভিন্ন এলাকায় নাটকটির শুটিং করা হয়।

লতা হারবাল নিবেদিত ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ নাটকটির নির্মাতা ও অভিনেতা সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম পিপিএম। পর্ব পরিচালনা করেছেন মো. ওয়াজেদ আলী বাবলু ও প্রধান সহকারী পরিচালক ছিলেন মো. সারোয়ার ইসলাম শান্তি এবং ক্যামেরায় মো. আরাফাত হোসেন।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে ছিলেন ওয়াজেদ আলী, নান্নু মাহমুদ, তমা ইসলাম, অ্যাডভোকেট মতিউর রহমান মিলন, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, আরমান আলী, ফেরদৌসী খাতুন, স্নিগ্ধা খাতুন, শহিদুল ইসলামসহ রাজশাহী ও ঢাকার উদিয়মান একঝাঁক নাট্যশিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে এই ধারাবাহিকটি।

ধারাবাহিকটির নির্মাতা আশরাফুল ইসলাম বলেন, ‘এই ধারাবাহিক নাটকটিতে আমাদের সমাজের বাস্তব জীবনের বিভিন্ন বিষয়ের গল্প, মানুষের জীবনের ভালো লাগা, ভালোবাসা, ধর্ষণ, খুন, অপহরণ, জিম্মি ও মুক্তিপণ, ডাকাতি, লুটতরাজ, আাইন শৃঙ্খলা, হ্যাকার, হুন্ডি, বিকাশ প্রতারকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সৎ, ন্যায়-নিষ্ঠাবান, সাহসী কিছু পুলিশ অফিসারের অভিযান ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনে ও কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো দেখেছি তা শিল্পীদের সমন্বয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ নাটকটিতে।’

উল্লেখ্য ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ নাটকটি নিয়মিত প্রতি শনিবার সন্ধা ৭:৫০ হতে ৮:৫০ টা পর্যন্ত এটিএন বাংলা টেলিভিশনে প্রচারিত হয়। পরিচালক নাটকটি সকলকে দেখার আমন্ত্রণ জানান।