ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১:১৪ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেট: Wednesday, February 5, 2025 - 8:22 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দ্বিগরাম সাফিনা পার্কের দক্ষিণ পার্শ্বে গোদাগাড়ী টু আমনুরা আঞ্চলিক সড়কের পাশে খাসপুকুর সংলগ্ন বাঁশঝারের নিচে থেকে ওয়াহেদ আলী (৬০) নামে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ওয়াহেদ আলী রাজশাহীর জেলার রাজপাড়া থানার কাজিহাটা গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বুধবার সকালে পার্কের পাশে ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকা বাসী জানিয়েছেন, নিহত ওয়াহেদ গত দুই দিন এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যাই, তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।