ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৫ - ৩:০৩ পূর্বাহ্ন

চারঘাটে ফেন্সিডিলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, February 4, 2025 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে ২৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিল (ডিবি)। সোমবার রাতে উপজেলার পিরোজপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন – রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মাজদার হোসেন (৫০) ও তার ছেলে রকি হোসেন (২০)।

পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মাহাবুব আলম ফোর্সসহ গত ০৩ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার চারঘাট থানার কাকরামাড়ি ও তার সন্নিকটে এলাকায় ডিউটি করছিল।

তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানার পিরোজপুর গ্রামের গ্রেপ্তারকৃতদের বসতবাড়ীর মেইন গেইটের সামনে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র একটি দলে সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অভিযুক্ত মাজদার হোসেন ও রকি হোসেনের দেহ তল্লাশি করে তাদের হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্যে ২৫৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য গ্রেপ্তারকৃত মাজদার হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।