ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৫ - ৪:০৫ পূর্বাহ্ন

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

  • আপডেট: Saturday, February 1, 2025 - 7:22 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার সোনাকানিয়া ব্রীজ নামক স্থানে মোটরসাইকেল ও চার্জার ভ্যান মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল জিহাদ (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু এমদাদুল শেখ (২২) গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসারত অবস্থায় এমদাদুল শেখ মারা যায়।

জানা গেছে, শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে আব্দুল জিহাদ ও এমদাদুল এক সাথে রাণীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথি মধ্যে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজ নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানকে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই উত্তর বড়গাছা গ্রামের জুমির সরদারের ছেলে জিহাদ মারা যায়।

এ সময় তার বন্ধু লোহাচুড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এমদাদুল শেখ গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এমদাদুল শেখ ও মারা যায়।

রাণীনগর থানার ডিউটি অফিসার এসআই আমজাদ হোসেন জানান, নিহত-আহতরা দুই বন্ধু। মোটর সাইকেল যোগে রাণীনগর সদরে আসার পথে সোনাকানিয়া ব্রীজ নামক স্থানে চার্জার ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কে পরে থাকা পুকুর কাটা মাটির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই জিহাদ মারা যায়।

তার স্বজনদের কোন আপত্তি না থাকায় অঙ্গীকারনামা দিয়ে জিহাদের লাশ তার অভিভাবকরা নিয়ে যায়। বিকেলে আমরা জানতে পারি সদর হাসপাতালে চিকিৎসাধীন এমদাদুল শেখ ও মারা যায়।