ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৫ - ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম

মোহনপুরে আলেমের বাড়ির দেয়ালে ‘জীবনের শেষ খাওয়া খেয়ে নে’ পোস্টার সাঁটিয়ে হুমকি

  • আপডেট: Friday, January 24, 2025 - 9:52 pm

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কাজ করা একজন ব্যবসায়ী এবং ইসলামী বক্তার বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কাগজে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকির কথা লিখে কে বা কারা লাগিয়েছে।

ওই পোস্টারে ‘জীবনের শেষ খাওয়া খেয়ে নে’, তোর কাফনের কাপড় আমাদের কাছে রেডি আছে। তোর কবরের কাছে দিয়ে আসবো। খুব তো আন্দোলনে সামনে ছিলি, এবার দেখবো তোর কেমন সাহস। তোকে কে বাঁচাবে’? এ রকম নানা কথা লিখে হত্যার হুমকি দেয়া হয়েছে।

গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে এমন লেখা লিখে ওই ইসলামি বক্তার গ্রামের বাড়ির দেয়ালে পোস্টারটি সাঁটিয়ে দেয়। এ নিয়ে গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা গেছে, ওই ব্যবসায়ী এবং আলেম এর নাম মোস্তাকিম বিল্লাহ (২৭)।

সে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পরিজুনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। একজন আলেম হিসেবে সারাদেশে ওয়াজ করার সুবাদে তিনি রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকেন। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করেন এবং এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা রাখেন।

বিষয়টি নিয়ে সাধারণ ডায়রি হওয়ার পরে সরজমিনে মোস্তাকিম বিল্লাহ সাথে কথা বললে তিনি হুমকি দেয়া প্রিন্ট কাগজগুলোর বিষয়ে বলেন, ‘ঠিক আছে, আমিও মৃত্যুর জন্য প্রস্তুত। আমাকে দাবায়ে রাখতে পারবে না। দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। ৫ আগস্টের আগে ও পরে জানা মতে, উপজেলার কোনো আওয়ামী লীগ নেতার কোনো রকম ক্ষতি আমি করি নাই। আমার বাসার সামনে লিখে গেলে, ‘জীবনের শেষ খাওয়া খেয়ে নে’।

আরে ভাই, আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছি মরার জন্য। মানুষ মাত্রই মরণশীল। মরতে একদিন হবেই। দেশের জন্য না হয় জীবন দিয়ে দেব।’ এ ঘটনায় ভুক্তভোগীসহ এলাকাবাসীরা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ ডায়েরি তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহনপুরে আলেমের বাড়ির দেয়ালে