ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

ভোলাহাটে জরিমানা করা সত্বেও মাটিকাটার কাজ অব্যাহত

  • আপডেট: Wednesday, January 22, 2025 - 7:00 pm

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আবারো আইন ভেঙে মাটি কেটে পুকুর খননের খবর পাওয়া গেছে।

গোপন সূত্রে জানা গেছে, উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের জামশেদ আলীর ছেলে হিমেল আলীকে (৩২) অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ নিয়ন্ত্রণ আইনে গত ৬ জানুয়ারি ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার।

বুধবার আবারও একই স্থান থেকে পোল্লাডাঙ্গা-ইসলামপুর ছোটভেওয়া বিল নামের স্থানে মাটি কাটার খবর পাওয়া যায়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার এর অফিস মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি ‘আচ্ছা ঠিক আছে’ বলে আশ্বাস দিয়ে ফোন কেটে দেন।