ঢাকা | জানুয়ারী ২০, ২০২৫ - ৫:০৫ পূর্বাহ্ন

রাজশাহীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট: Sunday, January 19, 2025 - 7:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার বিকালে রাজশাহীর ভূবন মোহন পার্কে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নুল আবেদিন শিবলী। উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র (পশ্চিম) আহ্বায়ক শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু ও সদস্য সচিব আলাউদ্দিন, রাজপাড়া থানা বিএনপি’র আহ্বায়ক মিজানুর রহমান মিজান, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কৃষকদল মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনসহ বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও দেশ স্বাধীন করার ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

বক্তব্য শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তার পরিবারের মৃত ব্যক্তিসহ সকল মৃত মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।

 

জগদীশ রবিদাস