ঢাকা | জানুয়ারী ২০, ২০২৫ - ২:৫১ পূর্বাহ্ন

পোরশায় শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

  • আপডেট: Sunday, January 19, 2025 - 6:10 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা ঘাটনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে রাস্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত শনিবার বিকালে উপজেলার সোমনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩১ দফা সম্বলিত লিফলেট ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। এসময় তিনি ২৮৬ জনের মধ্যে কম্বল বিতরণ করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাহ্ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ্, বিএনপি নেতা আবুল কাশেম, যুবদল নেতা মোজাহারুল হক শাহ্, মর্তজা শাহ্, শামসুর রহমান শাহ্ সহ স্থানীয় দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।