ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৫ - ৩:৫৯ পূর্বাহ্ন

‘ভারত ভালোবাসে আ’লীগকে, বাংলাদেশের জনগণকে নয়’

  • আপডেট: Thursday, January 16, 2025 - 6:45 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ভারত বাংলাদেশের জনগণকে নয় বরং আওয়ামী লীগকে ভালোবাসে। এ কারণেই ভারত বাংলাদেশের জনগণের ওপর এ ধরনের আগ্রাসন চালাচ্ছে। তারা প্রতিনিয়ত বাংলাদেশ জনগণের ক্ষতি হোক এটাই চায়। তারা বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের সমস্যা সৃষ্টি করে। বর্তমানে প্রতিটি সীমান্তে তারা আগ্রাসন চালাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়ন বাখেরআলী বাজারে বৃহস্পতিবার সকালে সীমান্তে জাগরণের উদ্দেশ্যে সার্বভৌমত্ব আন্দোলনের যাত্রা ও সার্বভৌমত্ব আন্দোলনের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালবাগ শাখারসহ সমন্বয়ক রায়হান আহমেদ হিমেল।

তিনি বলেন, আমাদেরকে এ দেশের দায়িত্ব নিতে হবে। আসুন- জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনীর্মাণের লক্ষ্যে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি সার্বভৌমত্ব আন্দোলন আল মুজাহিদ লিঠু, বিনোদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাদশাসহ স্থানীয় এলাকাবাসী।