ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 15, 2025 - 7:17 pm

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-(অনূর্ধ্ব)-১৭ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বুধবার বিকাল ৪টায় রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত ফুটবল খেলায় উপজেলার দু’টি ইউনিয়ন অংশগ্রহণ করে।

ভোলাহাট সদর ইউনিয়ন বনাম দলদলী ইউনিয়ন পরিষদ। জাতীয় ফুটবল খেলায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব পিয়ার জাহান, ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোজাম্মেল হোক চুটু, আফাজ উদ্দিন পানু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কুরবান আলী, খেলার কোচ-হাতেমতাই ও আব্দুর রাকিব।

খেলার ফলাফলে ভোলাহাট ইউনিয়ন ২-০ গোলে বিজয়ী হয়। পরে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ।