ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় শিক্ষক লাঞ্ছিত’র প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট: Wednesday, January 15, 2025 - 7:19 pm

স্টাফ রিপোর্টার: বাগমারার বাইগাছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র বিএসসি শিক্ষক ও উপজেলা জামাতের আমির কামরুজ্জামান হারুনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে স্কুলের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে স্কুল চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- স্কুলের বিএসসি শিক্ষক আব্দুর রশিদ, শরীরচর্চা শিক্ষক নুরুল ইসলাম, সমাজ বিজ্ঞান শিক্ষক তৌহিনুল হক, দশম শ্রেণির ছাত্র এজাজ আহম্মেদ, সাজ্জাদ হোসেন ও শিমুল হক।

বক্তারা অভিযোগ করেন- স্কুলের কমিটি গঠন বিষয়ে সোমবার বৈঠক চালাকালে বহিরাগত কিছু লোকজন স্কুলে প্রবেশ করে স্কুলের সিনিয়র বিএসসি শিক্ষক কামরুজ্জামান হারুনকে লাঞ্ছিত করে অফিস কক্ষ থেকে তাকে বের করে দেয়া হয়।