ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

তাহসানের বিয়ের খবরের দিনে কী করছেন মিথিলা

  • আপডেট: Saturday, January 4, 2025 - 5:44 pm

সকাল থেকেই সামাজিক মাধ্যমে অভিনেতা ও গায়ক তাহসান খানের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই শিল্পী গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে জানা যায়।

তাদের পারিবারিক আয়োজনের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাহসানের বিয়ের গুঞ্জন শুরু হয়। ছবিতে হলুদ শাড়িতে রোজার সঙ্গে সোনালী পাঞ্জাবিতে দেখা মিলেছে তাহসানের।

তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তাহসান। গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের খবর চাউর হওয়ার দিনে তার সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খুঁজে বেড়াচ্ছেন নেটিজেনরা। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেতার বিয়ের খবরে মিথিলার প্রতিক্রিয়া কী?

তাহসানের বিয়ে নিয়ে মিথিলার তরফ থেকে এখনও কোনো মন্তব্য না আসলেও এদিন ফেসবুকে দেখা মিলেছে মা-মেয়ের। শনিবার ভোর ৫ টায় মেয়ে আইরার সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্ট করেন এই তারকা।

যেখানে দেখা যায়, মা-মেয়ের যুগলবন্দী। আয়নার সামনে মোবাইল হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন আইরা, পাশে দাঁড়িয়ে আছেন মা মিথিলা। সেই ছবিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। ২০১৭ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়।

এরপর পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মিথিলা।