বিভিন্ন উপজেলায় জাতীয় ভোটার দিবস উদযাপন
সোনালী ডেস্ক: বিভিন্ন উপজেলায জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার” এই প্রতিপাদ্যে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে দিবসের উদ্বোধন, শোভাযাত্রা, আলোচনা সভা এবং ভোটারদের উদ্বুদ্ধকরণসহ বিশেষ সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
পবা
পবায় ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং ভোটারদের উদ্বুদ্ধকরণসহ বিশেষ সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান আলোচক উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক।
বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘায় বেলুনসহ শান্তির প্রতিক কবুতর উডানো-সহ বর্ণাঢ্যরালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। উপজেলা চত্বরে নির্বাচন অফিসার মজিবুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দীন ও সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম, বাঘা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আলী, মুক্তিযোদ্ধা জনাব আলী, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
রাণীনগর
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, রাণীনগর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ। উদ্বোধন শেষে স্থানীয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, নির্বাচন অফিসার আব্দুল মমিন রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অ্যাড: ইসমাইল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাপাহার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, সাপাহারে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দিবসের গুরুত্ব বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার গোলাম রাব্বানী প্রমুখ।
পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটিতে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এ সময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, নির্বাচন অফিসার তোজাম্মেল হকসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, নোটারি পাবলিক অ্যাড মাইনুল ইসলামসহ অন্যরা। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান।
মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, মান্দায় আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল, মান্দা থানার পরিদর্শক তদন্ত মেহেদী মাসুদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, অধ্যক্ষ বেদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।
পত্নীতলা
পত্নীতলা প্রতিনিধি জানান, পত্নীতলায় আলোচানা সভার মধ্য দিয়ে পালিত হয় জাতীয় ভোটার দিবস উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে হলরুমে নির্বাহী অফিসার লিটন সরকার এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।
ধামইরহাট
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ বিশেষ সেবা চালু রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বের করা হয় একটি র্যালি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ ওরাঁও, সদর উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুল কবির প্রমুখ। এ সময় বক্তারা দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগ বিষয়ে বিষদ আলোকপাত করা হয়। পরে ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মাটর্ কার্ড) বিতরণ করেন প্রধান অতিথি।