ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৮:৪২ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদ ছাড়লেন রাজশাহী কলেজের অধ্যক্ষ

  • আপডেট: Monday, August 12, 2024 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নিজ পদ থেকে সরে গেলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর নিজের বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদনপত্র পাঠান।

মানসিক চাপ থেকে তিনি রাজশাহী কলেজের অধ্যক্ষ পদ থেকে সরে যেতে চান বলেও জানিয়ে ছিলেন। তিনি রাজশাহী কলেজ অধ্যক্ষের পদ ছাড়লেও অধ্যাপক পদে এ কলেজের অর্থনীতি বিভাগের শ্রেণি শিক্ষক অথবা রাজশাহীর যে কোনো সরকারি কলেজের এ বিভাগের শিক্ষক হিসেবে তাকে পদায়নের অনুরোধ জানিয়েছেন।

অধ্যাপক মোহা. আব্দুল খালেক তার আবেদনে লিখেছেন, তিনি ক্রনিক লিভার ডিজিজ (সিএলডি) ও ডায়াবেটিসে ভোগেন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খান। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যধিক মানসিক চাপ অনুভব করছেন তিনি। তাই তার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যা একজন রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। তাই তিনি এ কলেজের অর্থনীতি বিভাগের শ্রেণি শিক্ষক অথবা রাজশাহীর যেকোনো সরকারি কলেজের এ বিভাগের শিক্ষক হিসেবে তাকে পদায়নের অনুরোধ জানিয়েছেন।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী কলেজের অধ্যক্ষ পদ থেকে অধ্যাপক খালেকের পদত্যাগের দাবিতে সকাল থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। তারা কলেজ অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেন। সম্প্রতি সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহী কলেজ অধ্যক্ষের সামনেই এখানকার শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। ওই ঘটনার পর থেকেই তার পদত্যাগের দাবি করছিলেন শিক্ষার্থীরা।