রাজনৈতিক আদর্শে কমরেড মিজান কখনও পিছুপা হননি: বাদশা
নাটোর প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, প্রয়াত কমরেড মিজান তার জীবনের শেষ পর্যন্ত এ দেশের মেহনতি মানুষের জন্য রাজনীতি করেছেন। ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত কখনও তিনি পিছুপা হননি। কমরেড মিজানের আদর্শ ধরে রেখে আমরা আগামীদিনে রাজনীতি করতে চাই। তার দেখা স্বপ্ন আমরা জনগণকে সাথে নিয়ে বাস্তবায়ন করব।
শনিবার সকালে নাটোরের মুসলিম ইনস্টিটিউটে সাবেক ছাত্রনেতা ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য প্রয়াত কমরেড মিজানুর রহমান মিজানের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শোকসভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, নাটোর জেলার সদস্য মিজানুর রহমান মিজান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও কৃষক নেতা আব্দুল করিম, সাংবাদিক বুলবুল আহমেদ, পার্টি নেতা বিশ্বনাথ দাস বিশু, মাহবুব আলম, শ্রমিক নেতা আব্দুর রব, আবুল কালাম আজাদ, নাটোর সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। শোকসভায় সভায় জাসদ, বাসদ, সাম্যবাদী দল, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী ও জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শোকসভা পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল।
সোনালী/জেআর