ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৪ পূর্বাহ্ন

চাহিদামতো মিলছে না ওএমএসের চাল-আটা, বাড়ছে হাহাকার

  • আপডেট: Friday, June 28, 2024 - 3:23 pm

অনলাইন ডেস্ক: চাহিদা অনুযায়ী মিলছে না ওএমএস-এর চাল ও আটা। চাল বরাদ্দ একেবারে বন্ধ থাকায় খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রি (ওএমএস) বন্ধ রাখা হয়েছে। তবে আটার বরাদ্দ থাকলেও তা অপর্যাপ্ত। যদিও ডিলারসংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী মাস থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যের এ চাল বিক্রি হবে।

খাদ্য মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ তাদের খাদ্য নিরাপত্তার আওতায় আনতে পারছে না। দেড় বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ওএমএস-এর চাল ও আটার বরাদ্দ বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। বরাদ্দের পাশাপাশি বিক্রির স্পট বাড়ানোরও প্রস্তাব পাঠিয়েছিলেন তারা। কিন্তু সেই প্রস্তাবে সাড়া মেলেনি।

গত কয়েকদিনে নগরীর বিভিন্ন স্থানে সরেজমিন ঘুরে দেখা যায়, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবে চট্টগ্রামে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলারদের দোকানে মানুষের ভিড় বেড়েছে। ওএমএস-এর দোকানে এখন শুধু নিম্নবিত্তরাই নন, মধ্যবিত্ত লোকজনও লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন। অনেক সময় বৃষ্টি কিংবা তীব্র রোদ উপেক্ষা করে নগরীতে ওএমএস-এর আটা কিনতে ডিলারের দোকানে ভিড় করেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল থেকে ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা কিনতেই এই ভিড়। যদিও আগে ৩০ টাকা দরে ৫ কেজি করে চালও কেনা যেত।

নথি ঘেঁটে দেখা যায়, জুলাইয়ের জন্য চট্টগ্রাম বিভাগীয় শহরে মঞ্জুরিকৃত ২৫টি কেন্দ্রের জন্য ৫৫০ টন গম ও ৬৯৬ দশমিক ২০৩ টন আটা বরাদ্দ দেওয়া হয়েছে। খুলনার মতো ছোট বিভাগীয় শহরের জন্য গম বরাদ্দ দেওয়া হয়েছে ৫২৮ টন আর রাজশাহী বিভাগীয় শহরের জন্য বরাদ্দ দেওয়া হয় ৪১৮ টন গম। একইভাবে জুলাইয়ের জন্য সমপরিমাণ চাল বরাদ্দ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় শহরে লোকসংখ্যা খুলনা বা রাজশাহী শহরের চেয়ে দ্বিগুণেরও বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, ৬৮ শতাংশ মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে হিমশিম খাচ্ছে। চট্টগ্রাম দেশের দ্বিতীয় জনবহুল ও শ্রমঘন এলাকার একটি। বিষয়টি অনুধাবন করতে পেরে গত বছরের ৩০ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র খাদ্যমন্ত্রীকে চিঠি দেন। চিঠিতে তিনি নগরীর নিম্ন-আয়ের জনগোষ্ঠীর সহায়তার জন্য অতিরিক্ত ৪১টি ওএমএস বিক্রয়কেন্দ্র বৃদ্ধি করে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানান।

এদিকে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ১৩ জানুয়ারি খাদ্যসচিবের কাছে পাঠানো চিঠিতে ৪১টি ওয়ার্ডে ওএমএস-এর পণ্য সরবরাহের জন্য অনুরোধ করেন।

নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, চট্টগ্রামে চাহিদার অনুপাতে বরাদ্দ অনেক কম। সরকার টিসিবি ও ওএমএস-এর মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে। তবে প্রয়োজনের তুলনায় তা বেশ কম। এর আওতা আরও বাড়তে হবে।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. ফখরুল আলম যুগান্তরকে বলেন, ‘ওএমএস’-এর কেন্দ্র ৪১টি করার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্ভবত ২৩টি থেকে বাড়িয়ে ২৫টি কেন্দ্র করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী ৪১টি হয়নি।

 

সোনালী/ সা