ভারতে বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৫, হাসপাতালে ভর্তি ৯০
অনলাইন ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে চোলাই মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ জনে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৯০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
গত মঙ্গলবার (১৮ জুন) রাতে রাজ্যের কল্লাকুরুচি জেলায় মদপানের পর অসুস্থ হয়ে পড়েন শতাধিক ব্যক্তি। হাসপাতালে নেয়ার পর অনেকের মৃত্যু হয়। এদিকে, চোলাই মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের ১০ জনকে। এসময় প্রায় ২শ’ লিটার মদ জব্দ করে পুলিশ। তাদের দাবি, অনুমোদন ছিলো না এসব মদের। যেগুলোর মেয়াদোর্ত্তীণ ছিলো- এমনটাও ধারণা।
বিষাক্ত চোলাই মদ বিক্রির অভিযোগে কান্নুকুট্টি নামের এক ব্যক্তিসহ চারজনকে আটক করা হয়েছে। পরে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। কান্নুকুট্টির কাছ থেকে ২০০ লিটার অবৈধ ‘প্যাকেট আরাক’ নামের ওই বিষাক্ত মদ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গাফিলতির অভিযোগে কাল্লাকুরুচির জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। জেলার পুলিশ সুপারসহ অন্তত ১৯ জনকে বরখাস্ত করা হয়েছে।
সোনালী/ সা