ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চলছে পশু কোরবানি। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় কুরবানি।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দিন কসাই না পাওয়ায় যারা কোরবানি করতে পারেননি তারাই মঙ্গলবার কুরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণেও কুরবানি দিচ্ছেন দ্বিতীয় দিন।
ইসলামের শরীয়ত মতে, কোরবানির পশু জবাই করার সময় থাকে তিনদিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ সামর্থ্য অনুযায়ী কুরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কুরবানি করা সম্ভব না হলে, ঈদের পরের দুদিন পশু কুরবানি করা যায়।
সোমবার প্রাণিসম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারা দেশে এবার কুরবানির ঈদে মোট ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদি পশু বিক্রি হয়েছে। যা গত বছরের চেয়ে ১১ লাখ ৭৮ হাজার ২২৮টি বেশি।
অধিদপ্তরের তথ্যানুসারে, এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে। এ বছর ঢাকায় ২৫ লাখ ২০ হাজার, চট্টগ্রামে ১৯ লাখ ৭৪ হাজার আর রাজশাহীতে ২৩ লাখ পশু বিক্রি হয়। গত বছর কোরবানির ঈদে ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি হয়।