রাজশাহীতে ফেল থেকে জিপিএ-৫ পেল ৪ পরীক্ষার্থী
স্টাফ রিপোর্টার: চলতি বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য চার শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া অকৃতকার্য থেকে পাস করেছে আরও ৩৮ জন শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ১২ মে দেশের সবগুলো শিক্ষাবোর্ডে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এরপর মাধ্যমিকের বিভিন্ন স্কুলের ২২ হাজার ৮৭০ জন শিক্ষার্থী তাদের ৫৩ হাজার ১৭৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। যাচাই বাছাই শেষে সংশোধিত ফল প্রকাশিত হয়।
এ বছর পুনঃনিরীক্ষণে ৫৭১ জন শিক্ষার্থীর ৫৮২টি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।
এর মধ্যে ৩৮ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন।
তাদের মধ্যে চারজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। মূলত নম্বর যোগ ভুল ও বৃত্ত ভরাটের করণেই এসব ফলাফল পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, এমন পরিবর্তন প্রতিবছরই হয়। তবে এবার অন্য বোর্ডের তুলনায় রাজশাহী বোর্ডে কিছুটা কম পরিবর্তন হয়েছে। এগুলো শিক্ষকদের যোগের ভুলের কারণে হয়।