ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৫:৫০ অপরাহ্ন

রহনপুরকে রেলবন্দর ঘোষণার দাবিতে সাংবাদিকদের অনশন

  • আপডেট: Saturday, April 2, 2022 - 9:16 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনকে বন্দর ঘোষণা ও পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে এবার প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার সাংবাদিকরা। শনিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত রহনপুর রেলস্টেশন প্লাটফর্মে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচীতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলা সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহম্মদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সালাম তালুকদারসহ গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

বেলা ১২টায় প্রতীকী অনশন কর্মসূচীতে উপস্থিত হয়ে সাংবাদিকদের পানি পান করান প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস, সমাজসেবক আব্দুর জাব্বার, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন ।