ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৭:৩৯ অপরাহ্ন

লাঠিসোটা হাতে সড়কে রিকশা চালকরা

  • আপডেট: Sunday, May 19, 2024 - 11:55 am

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চালকরা। তাদের হাতে লাঠিসোটা দেখা গেছে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে মিরপুর সাড়ে ১১ ও মিরপুর ১০ নম্বর সড়কে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর সাড়ে ১১ এলাকায় গিয়ে দেখা যায়, রিকশাচালকরা হাতে লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। তারা পূরবী এলাকা দিয়ে কোনো যানবাহন চলতে দিচ্ছে না। কেউ যানবাহন নিয়ে যেতে চাইলে তাকে ধাওয়া দিচ্ছে চালকরা। এ সময় মিরপুর ১২ থেকে ১০ নম্বরগামী যানচলাচল বন্ধ হয়ে যায়।

রিকশাচালকরা জানান, কোনো শর্ত ব্যতীত তাদের রাস্তায় অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে।

পল্লবী জোনের এসি শাহীদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাব।

 

সোনালী/ সা