পাকিস্তানে কোহলিকে স্বাগত জানালেন আফ্রিদি
অনলাইন ডেস্ক: এবারের চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পাকিস্তান। তবে রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে আসার সম্ভাবনা কম ভারতের। এজন্য ভারতের ম্যাচগুলো অন্য ভেন্যুতে করার আলোচনাও চলছে।
সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, করাচিতে শনিবার একটি টেপ টেনিস টুর্নামেন্টের সময় কোহলির পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে।
আফ্রিদি উচ্ছ্বসিত প্রশংসাই করলেন কোহলির। তিনি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন কথাই আশা করেছিলাম। ওকে স্বাগত জানাই। কোহলি চাইলে এখানে আসতে পারে ভারতীয় দলের সঙ্গে কিংবা পিএসএল খেলতেও।’
আফ্রিদি পাকিস্তান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন তুলে ধরেছেন বলেন, পাকিস্তানের এমন একজন খেলোয়াড় দরকার যে শুরুতে ছয় ওভার খেলতে পারে।
তিনি খেলোয়াড় হারিস এবং সাহেবজাদা ফারহানের জন্য ন্যায়বিচার হয়নি বলে দুঃখ প্রকাশ করে বলেছেন, তাদের তাদের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি।
সোনালী/ সা