ফেনসিডিল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার: বাঘায় ফেনসিডিল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শহিদ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বাঘা-বানেশ্বর মহাসড়কের বিনোদপুর বাজারে মাইক্রোর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি নিহত হন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় ২৫ বোতল ফেনসিডিল ও এক মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থানায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারের নাইটগার্ড মকসেদ আলী বলেন, ভোরে একটি মোটরসাইকেল চারঘাটের দিকে যাচ্ছিল। এ সময় কালো রঙের একটি মাইক্রো বাঘার দিকে যাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে কাছে এগিয়ে গিয়ে দেখি একজন ছটফট করছে ও আরেকজন পাশে কাতরাচ্ছেন। স্থানীয়দের ডাকাডাকি করতে করতে ঘটনাস্থলে একজন মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত একজনকে হাসপাতালে পাঠায়।
বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
সোনালী/ সা