ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৩:১০ অপরাহ্ন

বিএমডিএ পরিচালনা বোর্ডের ৮৩ তম সভা

  • আপডেট: Monday, May 6, 2024 - 9:45 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ড এর ৮৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিএমডিএ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ-১ এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

এসময় তিনি বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অত্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সেচ সুবিধা প্রদানের পাশাপাশি বহুবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএমডিএ আজ অত্র এলাকার ব্যাপক উন্নয়নের অংশিদার, দেশের কৃষিতে সফলতার অন্যতম ভাগিদার, সর্বপরি এটি একটি স্ব-অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান। আমাদের মূল গর্বের জায়গা এটি।

তিনি বলেন, আমরা যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুতের ওপর চাপ কমাতে সোলার পাওয়ার নিয়ে কাজ করছি, তেমনি পানির অপচয় কমিয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমাতে শতভাগ ভূ-গর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে সেচ প্রদান বিষয়ে কাজ করছি। আমরা পদ্মা, মহানন্দা নদী থেকে পাইপের মাধ্যমে উঁচু বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে ভূ-পরিস্থ পানির ব্যবহার বৃদ্ধিতে সচেষ্ট রয়েছি। আমরা পরিবেশ নির্মল রাখতে যেমন বৃক্ষ রোপণ করি, তেমনি উৎপাদন বাড়াতে মানসম্পন্ন বীজ সরবরাহ করে থাকি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কৃষিখাতের অন্যতম একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বরেন্দ্র কর্তৃপক্ষ বর্তমানে ১৬ হাজার এর অধিক সেচ যন্ত্রের মাধ্যমে প্রায় ১০.৯ লঅখ হেক্টর জমিতে সেচ প্রদান করছে। ফলে প্রতি বছর প্রায় ৫৬.৮০ লাখ মেট্রিক টন ফসল উৎপাদিত হচ্ছে, যা বরেন্দ্র অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করে সারা বাংলাদেশের খাদ্যের যোগান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এক সময়ের ঠাঁঠী, মরুময় বরেন্দ্র অঞ্চল বিএমডিএ’র কল্যাণে আজ সুজলা-সফলা, শস্য-শ্যামলায় পরিণত হয়েছে। সেচের পানির সংস্থান হওয়ায় মরুপ্রবণ উত্তর পশ্চিমাঞ্চলের অধিকাংশ অনাবাদী জমিসমূহ আবাদের আওতায় এসেছে। ফলে পূর্বের এক-ফসলী ও দো-ফসলী জমি অঞ্চল ভেদে চার ফসলী জমিতে পরিণত হওয়ায় উৎপাদন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এ পেক্ষাপটে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চল আজ বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে।

সভায় সাজ্জাদুল হাসান যুগ্মসচিব (সংযুক্ত), সাধারণ অধিশাখা মন্ত্রিপরিষদ বিভাগ, হেমায়েত হোসেন যুগ্মসচিব মৎস্য-১ অধিশাখা (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিনিধি, শাহানারা ইয়াসমিন লিলি যুগ্মসচিব উপকরণ অধিশাখা কৃষি মন্ত্রনালয়, শামসুল হোদা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বিএমডিএ, বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান সাবেক এমপি ও উপদেষ্টা, নওগা জেলা আওয়ামী লীগ নওগা, সাকিনা খাতুন (পারুল) বোর্ড সদস্য চাঁপাইনবাবগঞ্জ, কাজী শাহেদ উল হক বোর্ড সদস্য রাজশাহী, প্রকৌশলী আব্দুর রশীদ নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ও বোর্ড সদস্য সচিব বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী জেলা প্রশাসক এর প্রতিনিধি কল্যাণ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) রাজশাহী, জেলা প্রশাসক দিনাজপুর এর প্রতিনিধি সালাহ্উদ্দিন আহমেদ উপ-পরিচালক স্থানীয় সরকার দিনাজপুর, রাজশাহী পুলিশ সুপার এর প্রতিনিধি মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর