ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ১২:২৭ অপরাহ্ন

রাজশাহীতে তাবলিগে গিয়ে পদ্মায় ডুবে যুবকের মৃত্যু

  • আপডেট: Tuesday, April 30, 2024 - 12:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পদ্মা নদীতে গোসলে নেমে আবু হুরাইরা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাজশাহীর পবা উপজেলার গোহমাবনা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আবু হুরাইরার বাড়ি চট্টগ্রামে। তিনি তাবলিগ জামাতের সঙ্গে রাজশাহীতে এসেছিলেন।

তাবলিগ জামাতের আমির আহমদ আলী তরফদার জানান, গত ১৮ এপ্রিল ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৮ জনের তাবলিগ জামাত রাজশাহীতে এসোছিল। সেই জামাতের সদস্য ছিলেন আবু হুরাইরা। দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গেলে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের (ইএমও) ইনচার্জ জানান, আবু হুরাইরাকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সোনালী/ সা