ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ২:৫৬ পূর্বাহ্ন

গুণীজনদের সম্মাননা দিল রাজশাহী লেখিকা সংঘ

  • আপডেট: Thursday, March 31, 2022 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: গুণীজনদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহী। প্রতিবছরের মতো এ বছর ছড়া, কবিতা, শিক্ষা, শিল্প, সাহিত্য ও সমাজসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয়জন গুনীব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘শব্দবৃক্ষে জোসনাফুল’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে গুণীজন সম্মাননাপ্রাপ্তরা হলেন- ছড়াকার এমএ কাইউম, কবি নার্গিস আফরোজ বানু, গল্পকার জাকিয়া তরফদার, শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজনীন সুলতানা, আবৃত্তিকার ড. রুমি শাইলা শারমিন এবং নাট্যকার ইরা জেনিথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন কবি রুহুল আমিন প্রামাণিক। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. অনীক মাহমুদ। এ ছাড়া আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. শিখা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘শব্দবৃক্ষে জোসনাফুল’ কাব্যগ্রন্থের সম্পাদক অধ্যাপক রাশেদা খালেক।