রাজশাহীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
স্টাফ রিপোর্টার: তীব্র তাপদাহে চরম বিপর্যস্ত সারা দেশের মানুষ। অতীতের তুলনায় এবার এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজশাহী।
অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। ফলে বেশিরভাগ মানুষ ভূমিকম্পটি অনুভব করতে পারেননি।
রাজশাহী আবহাওয়া অফিস ইনচার্জ রহিদুল ইসলাম জানান, রাত আটটার পরে মৃদু ভূমিকম্প হয়েছে কিনা, এটার মাত্রা কত এ বিষয়ে জানতে অনেকেই যোগাযোগ করেছেন। তবে আমাদের এখানকার সেন্সরে ভূমিকম্প রেকর্ড হয়নি। বিষয়টি ঢাকা অফিস নিশ্চিত করেছেন।
আবহাওয়া দফতরের ঢাকা অফিসের ওয়্যালেস অপারেটর জহিরুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের ব্যাপারে তারা এখনো কিছু জানতে পারেনি। ভূমিকম্প রেকর্ড করার মতো শক্তিশালী তথ্যও তাদের কাছে আসেনি। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও এ ভূমিকম্পের ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি।
রাজশাহী সদরের বাসিন্দা জানান, তারা খুবই হালকা কাঁপুনি অনুভব করেছেন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতেও পারেননি।
সোনালী/ সা