ঢাকা | অক্টোবর ২৬, ২০২৪ - ৬:২২ অপরাহ্ন

রমজানে একবারে পুরো মাসের বাজার করবেন না: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট: Thursday, March 31, 2022 - 8:55 pm

 

অনলাইন ডেস্ক:  রমজানে পুরো মাসের বাজার একবারে না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘রমজানে হুড়োহুড়ি করার কিছু নেই। যা প্রয়োজন, সেই পরিমাণ কেনাই ভালো। একসঙ্গে এক মাসের পণ্য কেনার প্রয়োজন নাই। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে প্রচুর খাদ্যদ্রব্য সরবরাহ রয়েছে। বাজারে যে মজুদ রয়েছে, তাতে ঘাটতি হবে না।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। সেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

এ সময় মন্ত্রী আরও বলেন, টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণের যে অভিযোগ উঠেছে, এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে টিপু মুনশি বলেন, ‌‘এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুইবার এক কোটি মানুষকে পণ্য দেব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। অদৌ কোথাও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নেব।’

সরকারের কঠোর নির্দেশনার পরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাসহ বাজার মনিটরিং ঠিক মতো না হওয়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‌‘তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে প্রতি এক দেড় ঘণ্টা পর পর রিপোর্ট আসে। আমরা যে মূল্য বেধে দিয়েছি ১৬৮ টাকা, এখন তার চেয়েও কমে ১৬৫ টাকায় তেল বিক্রি হচ্ছে। তবে কোথাও ১৬৮ টাকার বেশিতে বিক্রি হচ্ছে না। বাজার মনিটরিং চলছে, রমজানে তৎপরতা আরো বাড়ানো হবে।’