ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৫:৩৪ অপরাহ্ন

বাঘায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

  • আপডেট: Tuesday, April 23, 2024 - 9:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুল সরকারকে ঢেউ টিন, নগদ টাকা ও শুকনো খাবার দিয়ে সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, সোমবার উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুল সরকারের বাড়িতে রান্না ঘরের চুলার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার নগদ ৩ লাখ টাকা, ২টি রান্না ঘর, ৮টি সেমিপিাঁকা ঘর ও ৩টি ছাগল মারা গেছে।

এ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন বান্ডিল ঢেউ টিন, নগদ ৯ হাজার টাকা ও তিন প্যাকেট শুকনো খাবার দিয়ে সহায়তা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন, ৯ ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব প্রমুখ।

সোনালী/জেআর