ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৫:২৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

  • আপডেট: Wednesday, April 17, 2024 - 10:47 pm

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ ও তীব্র তাপমাত্রা বিরাজ করছে এখানে। বুধবার চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টায় ৪০ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগের দিন মঙ্গলবারও দেশে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তুলনায় বুধবার চুয়াডাঙ্গায় আরও এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, বুধবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা। এ নিয়ে টানা দুদিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো। চলমান তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে তিনি জানান।

 

সোনালী/ সা