ঢাকা | মে ২, ২০২৫ - ৩:১৫ অপরাহ্ন

শিরোনাম

ইকোলাইজার বিম ভাঙায় যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

  • আপডেট: Wednesday, April 17, 2024 - 1:12 pm

অনলাইন ডেস্ক: জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে তেজগাঁও হয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে যাচ্ছিল যমুনা এক্সপ্রেস। এ সময় ট্রেনটির ইকোলাইজার বিম ভেঙে যায়। তেজগাঁও স্টেশন এলাকায় এসে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। বর্তমানে ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্টরা ঘণ্টাব্যপী উদ্ধারকাজ চালায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

দুর্ঘটনার কারণ সম্পর্কে ঘটনাস্থলে থেকে রেলওয়ে সেকেন্ড গ্রেড মিস্ত্রি মো.আবুল হোসেন বলেন, ইকোলাইজার বিম ভেঙে যাওয়ায় ঘটনাটি ঘটে। দুই চাকার মাঝখানে একটি হ্যাঙ্গার থাকে। হ্যঙ্গারের দুই পাশে দুটি ইকোলাইজার বিম থাকে। ওই ইকোলাইজার বিমে বগি ধরে রাখে। এটা ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করার পাশাপাশি বলেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫মিনিটে তেজগাঁও এলাকায় ঢুকলে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ। তবে, তাছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডাবল লাইনের পরিবর্তে আমরা সিঙ্গেল লাইনে রান করছি। সকাল ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষে হয়েছে।

ইকোলাইজার বিম ভেঙে যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।

এর আগে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তেজগাঁওয়ের কারওয়ানবাজার মাছের আড়ৎ সংলগ্ন যমুনা এক্সপ্রেস ট্রেনের শোভন-ক ৯৬০০৮১ নম্বর বগিটির দুটি চাকা লাইন থেকে নিচে নেমে গেছে। ঘটনার পরপর বগিটি উদ্ধার কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। সকাল ১০টা নাগাদ বগিটি উদ্ধার করে পুনরায় লাইনে ফেরত আনা হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS