ঢাকা | মে ১০, ২০২৫ - ৮:৩৭ অপরাহ্ন

বলিউড কারও বাবার নয়, বিস্ফোরক মন্তব্য বিদ্যার

  • আপডেট: Sunday, April 14, 2024 - 10:02 pm

অনলাইন ডেস্ক: বহুদিনের বিতর্ক, বলিউডে চলে শুধুই নেপোটিজমের খেলা। অনেক তারকারা এটা নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। আবার অনেকে বলতেই থাকেন। সেই দলে রয়েছেন বিদ্যা বালান। এবার তিনি নতুন করে এটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

এই সাক্ষাৎকারেই আবার বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা। অভিনেত্রী বলেন, আমার তো মনে হয় না তারা (নায়করা) বিদ্যা বালানের ছবি বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে।

তিনি বলেন, নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তারা চাইবেন যে কেউ জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওরা এমন মনে করে আমি কী করতে পারি?

প্রসঙ্গত, সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো প্যায়ার’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। সহ-অভিনেতার সঙ্গেই এই আলোচনাচক্রে এসেছিলেন বিদ্যা। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS