নাটোরে গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: নাটোরের গুরুদাসপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ মোতালেব (৪৯), আব্দুল মতিন (৩৫) ও খাদিজা বেগম (৩০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোতালেব একই এলাকার মোজাম্মেল হকের ছেলে, আব্দুল মতিন মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন ও তার স্ত্রী খাদিজা বেগম ।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার সাধুপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় ৩০ কেজি শুকনো গাঁজা, দুইটি মোবাইল ফোন জব্দ করাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
তারা সীমান্তবর্তী এলাকা থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল। এই ঘটনায় গুরুদাসপুর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সোনালী/ সা