ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ২:০২ অপরাহ্ন

শিল্পপতি মতিউর রহমানকে জাপানের বিশেষ সম্মাননা

  • আপডেট: Tuesday, March 29, 2022 - 8:16 pm

 

সোনালী ডেস্ক: ঢাকায় জাপানের রাষ্টদূত ইতো নাওকি দেশটির পক্ষ থেকে সোমবার ব্যবসা-বাণিজ্যে অসামান্য অবদান রাখায় দেশের বিশিষ্ট শিল্পপতি মতিউর রহমানকে বিশেষ সম্মাননা দিয়েছেন। জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে এ সম্মাননা দেওয়া হয়।

জাপান সরকার প্রদত্ত সম্মাননা পদকের নাম ‘দি অর্ডার অব দি রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোজেত’। ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ ১৮৭৫ সালে জাপান সম্রাট মেইজি প্রতিষ্ঠা করেন। জাপান দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে বাংলাদেশে ৩০০টিরও বেশি জাপানি কোম্পানি কাজ করছে ও ১০ বছরে এই সংখ্যা তিনগুণ বেড়েছে।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। অনুষ্ঠানে শিল্পপতি মতিউর রহমান বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের বিভিন্ন বিপদের সময় জাপান আমাদের ঘনিষ্ঠভাবে সহযোগিতা দিয়েছে।