তিন সপ্তাহে রিজার্ভ কমল ১৬৯ কোটি ডলার
অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১ হাজার ৯৪৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। চলতি মাসের প্রথম সপ্তাহে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল দুই হাজার ১১৫ কোটি ২৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬)। তিন সপ্তাহে রিজার্ভ কমল ১৬৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার।
বৃহস্পতিবার (২৮ মার্চ) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) এক দশমিক ৩ বিলিয়ন দেনা পরিশোধ এবং সরকারি আমদানি ব্যয় মেটানোর পর বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় বৈদেশিক মুদ্রার সংকটে রিজার্ভে টান পড়ে। আমদানি ব্যয় সামাল দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে রয়েছে আকুর সদস্যভুক্ত দেশ ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের অর্থ পরিশোধ। আকুর বিল পরিশোধের মাধ্যমে একক সময়ে সব চেয়ে বেশি রিজার্ভ কমে বাংলাদেশের।
মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিট রিজার্ভের পাশাপাশি বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ কমেছে। এ সময়ে মোট রিজার্ভ কমেছে ১৫২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৮২ কোটি ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। মার্চ মাসের শুরুতে যা ছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
সোনালী/ সা