ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৮:৩৩ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবিতে ওয়ার্কার্স পার্টির লিফলেট বিতরণ

  • আপডেট: Saturday, March 16, 2024 - 12:12 am

স্টাফ রিপোর্টার: ‘জনমনে স্বস্তি আনো, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করো’ এই স্লোগানকে সামনে রেখে ১২দফা দাবিতে শহরে লিফলেট বিতরণ করেছে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার সকাল ১১টায় দলের বোয়ালিয়া থানা কমিটির উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এই লিফলেট বিতরণ করেন ওয়ার্কার্স পার্টির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মহানগর সদস্য সীতানাথ বণিক, রিয়াজ আহমেদ তুর্কি, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বোয়ালিয়া পশ্চিম এর সাধারণ সম্পাদক শাহিন শেখ, সাবেক ছাত্রনেতা রুবেল আলী, ছাত্রমৈত্রীর মহানগরের সহ-সভাপতি অমিত সরকার, ২৪ নং ওয়ার্ডের সভাপতি দুলাল হোসেন সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনে জেলা সদস্য আলাউদ্দিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সদস্য আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সদস্য নাজমুল হোসেন, নারী মুক্তির সংসদের নেত্রী রুনা আক্তার, হিরা আক্তার প্রমুখ।

সোনালী/জেআর