ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ৫:৪২ অপরাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ

  • আপডেট: Sunday, March 3, 2024 - 5:00 pm

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হলেন শাহবাজ শরীফ।

রোববার (৩ মার্চ) পাকিস্তানের সংসদে ভোটাভুটির পর ২০১ ভোটে এগিয়ে থেকে জেতেন তিনি।

শনিবার (২ মার্চ) প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দেন পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস’ পার্টি জোটের প্রার্থী শাহবাজ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থী ওমর আইয়ুব। ৩৩৬ জনের সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে অন্তত ১৬৯ ভোটের দরকার ছিল শাহবাজের।

প্রসঙ্গত, পাকিস্তানের সংসদে মোট ২৬৫টি আসনে ইমরানের খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সমর্থিত স্বতন্ত্র সাংসদ রয়েছেন ৯৩ জন, নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের ৭৫ জন, এবং পাকিস্তান পিপলস’ পার্টির ৫৩ জন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS