ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৩:১৮ অপরাহ্ন

হিলি বন্দর পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

  • আপডেট: Tuesday, February 27, 2024 - 7:00 pm

অনলাইন ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের শূন্য রেখা পরিদর্শন করেন তিনি।

এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানির অসুবিধার কথা তুলে ধরেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

এর আগে দুপুরে গাড়িতে করে হিলির ডাকবাংলোতে পৌঁছান তিনি। এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সেখানে হিলি-তুরা করিডোর বাস্তবায়ন কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি।

পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। এ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আজ হিলিতে এসে অনেক ভালো লেগেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তাদের সমস্যার বিষয়ে ভারতের ইমিগ্রেশন কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

সোনালী/জগদীশ রবিদাস