ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৭:৪৮ অপরাহ্ন

দুর্গাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি দারা

  • আপডেট: Friday, January 26, 2024 - 10:00 pm

মিজান মাহী, দুর্গাপুর: রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে দুর্গাপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

তাই সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। বিভেদ ভুলে সবাইকে আওয়ামী লীগের ছায়াতলে দেখতে চাই। তাহলেই দুর্গাপুরকে একটি আধুনিক উপজেলা হিসেবে দেখতে পাবো।

শুক্রবার বিকেলে দুর্গাপুর পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল ওয়াদুদ বলেন, এবারের নির্বাচনে কিছু পরিত্যক্ত আওয়ামী লীগ নেতা নৌকার বিপক্ষে কাজ করেছেন। যারা নৌকা বিপক্ষে কাজ করেছেন। তাদের যদি প্রধানমন্ত্রী ক্ষমা ঘোষণা করেন, তাহলে আমিও তাদের ক্ষমা করে দিব। আওয়ামী লীগ দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল। এ দলে ভাঙ্গণ ধরাতে যুগে যুগে অনেকেই চেষ্টা করেছেন। কিন্ত কেউ সফল হোননি। আগামীতে হবে না।

গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ফিরোজ। এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, দুর্গাপুর পৌর-আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী, সকল ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দুর্গাপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

সোনালী/জগদীশ রবিদাস