ঢাকা | মে ১৭, ২০২৫ - ১:৩২ অপরাহ্ন

শিরোনাম

প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, পরে পতিতালয়ে বিক্রির চেষ্টা

  • আপডেট: Friday, December 22, 2023 - 9:30 pm

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে সরকারি কর্মচারীর পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পর এক কিশোরীকে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে।

এ অভিযোগে আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃস্পপতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হক ওরফে কুতুব উদ্দিন বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক সঞ্জয় কুমার সরকার বলেন, ‘অভিযুক্ত আবুল কালাম প্রেমের ফাঁদে ফেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ওই কিশোরীকে বিয়ে করে।

পরবর্তীতে কালাম ওই কিশোরীকে গত ১৮ সেপ্টেম্বর পতিতালয়ে বিক্রির চেষ্টা করে। ভুক্তভোগী কিশোরী পালিয়ে এলে ওইদিন তার মা পাংশা থানায় আবুল কালামকে অভিযুক্ত করে মামলা করেন। এরপর আত্মগোপনে যায় কালাম।

তিনি আরও বলেন, ‘শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে অভিযুক্তকে কুষ্টিয়ার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS