ঢাকা | নভেম্বর ২৮, ২০২৪ - ৫:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় শহিদ বীর পুলিশদের স্মরণ

  • আপডেট: Monday, December 18, 2023 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে জাতির সূর্য সন্তান বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ও আরএমপি’র কমিশনার, রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিট।

গত শনিবার মহান বিজয় দিবসে সকাল ৮ টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ও আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে শহিদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর মহান মুক্তিযুদ্ধে পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে আত্মত্যাগকারী শহিদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় আরও শ্রদ্ধা জানান রাজশাহী জেলার পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিবিআই, রাজশাহী মো: মানিরুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী মোহাম্মদ তারিকুল ইসলাম, আরআরএফ কমান্ড্যান্ট দ্বীন মোহাম্মদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, রাজশাহী আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার টুরিস্ট পুলিশ, রাজশাহী মিজানুর রহমান এবং পুলিশ সুপার, নৌ-পুলিশ মো: রুহুল কবির খাঁন, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), রাজশাহী’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সোনালী/জগদীশ