ঢাকা | মে ২, ২০২৫ - ১:০২ অপরাহ্ন

শিরোনাম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

  • আপডেট: Wednesday, December 13, 2023 - 9:32 pm

সোনালী ডেস্ক: রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।

বুধবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন থেকেই দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমার সাথে সাথে কনকনে শীত পড়ছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন এ তথ্য জানান।

এই শীতে হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে । বাড়ির শিশু ও বৃন্ধদের শীতে কষ্ট বেড়েছে। অপর দিকে গরম পোশাক কিনতে ফুটপাতেও নিন্ম আয়ের মানুষের ভিড় বাড়ছে।

এর আগে গত সোমবার নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। অপরদিকে সারাদেশে শীত বাড়তে থাকার মধ্যে কিছু এলাকার ওপর দিয়ে আগামী তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল বুধবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।”

এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানান তিনি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS