শহিদ বুদ্ধিজীবী দিবসে এমপি বাদশার বাণী
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন।
বাণীতে তিনি বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিন মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে রাজাকার, আল বদর, আল শামসের সহযোগিতায় পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে বাঙালি জাতির মেরুদণ্ডকে চিরতরে ভেঙে ফেলার উদ্দেশ্যে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।
তাদের নিষ্ঠুর বর্বরতায় জাতির অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। জাতি ১৪ ডিসেম্বরকে শহিদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালনের মাধ্যমে তাদেরকে গভীরভাবে স্মরণ করে আসছে।
এমপি বাদশা শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
সোনালী/জগদীশ