ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৫:৫১ অপরাহ্ন

বগুড়ায় ককটেল বিস্ফোরণে ঝলসে গেল বৃদ্ধের হাত-পা

  • আপডেট: Friday, December 8, 2023 - 9:39 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার সদর উপজেলায় রেলস্টেশনে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মোজাম প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের দুই হাত-পা ঝলসে গেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে বগুড়া রেলস্টেশন ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

মোজাম প্রামাণিক বগুড়ার সোনাতলা উপজেলার তালতলা গ্রামের হিমদ প্রামাণিকের ছেলে। তিনি রেলস্টেশন এলাকায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেলস্টেশনে থাকা ভাসমান শিশুরা ককটেল সদৃশ একটি বস্তু কুড়িয়ে পায়। এরপর মোজাম প্রামাণিক ইট দিয়ে সেই বস্তুটিকে আঘাত করলে তা বিস্ফোরিত হলে তার দুই হাত ও দুই পা ঝলসে যায়।

পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, ককটেল বিস্ফোরণে আহত মোজাম চিকিৎসাধীন রয়েছেন। তার দুই হাত-পা ঝলসে গেছে। তার অবস্থা আগের তুলনায় ভালো।

সোনালী/জেআর