ঢাকা | মে ১, ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

রাজশাহীতে ট্রাকের নিচে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

  • আপডেট: Saturday, December 2, 2023 - 5:19 pm

অনলাইন ডেস্ক: চলন্ত ট্রলি থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ।

শনিবার (২ ডিসেম্বর) সকালে গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়ি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন (৬৫) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

তিনি পেশায় কৃষক ছিলেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, বাড়ি থেকে ধান বিক্রির জন্য বাজারে যাচ্ছিলেন জসিম উদ্দিন। তিনি ধান বোঝাই ওই ট্রলির উপরে বসেছিলেন।

এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলি থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে যান জসিম উদ্দিন। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আব্দুল মতিন আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মো. বাবর (৩২) নামের ওই ট্রাকচালককেও আটক করা হয়েছে। তার নামে মামলা দায়ের করা হবে।

নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS