ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৯:৫১ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্রাক থামিয়ে আগুন, বিশ্ববিদ্যালয়ে মিলল ককটেল

  • আপডেট: Monday, November 27, 2023 - 4:00 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে পণ্যবাহী ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার (২৬ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় পণ্যবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

এছাড়া একই রাতে আতঙ্ক ছড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে দুইটি ককটেল রেখে যাওয়া হয়। পরে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করে রাজশাহী মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রোববার দিনগত রাত আড়াইটার দিকে কাজলা এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে ওই ট্রাকের মালামাল ততক্ষণে পুড়ে যায়।

তিনি আরও বলেন, অবরোধের সমর্থকরাই পণ্যবাহী ট্রাকটিতে আগুন দিয়েছে বলে জানা গেছে। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে বর্তমানে তাদের শনাক্ত করার কাজ চলছে। তবে লোকজন না আসায় এখনও জানা যায়নি ওই ট্রাকে ঠিক কী পণ্য ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক এলে এ ঘটনায় মামলা দায়ের হবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ থেকে লাল টেপে মোড়ানো দুইটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই রাতে রাবি কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে বস্তু দুটি পাওয়া গিয়েছিল। পরে মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করে।

রাবি কৃষি অনুষদ ভবনের নিরাপত্তা প্রহরী রাসেল হাসান মনি জানান, কৃষি অনুষদের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সাদৃশ্য দুইটি বস্তু দেখতে পান। পরে তারা রাবি প্রক্টর দপ্তরকে জানান। কে বা কারা এগুলো রেখে গেছে তা জানা যায়নি।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেরে তারা গিয়ে ককটেল দুইটি উদ্ধার করেন। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক্সপার্টরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন। এই ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, ককটেল পাওয়ার খবর পেয়ে তারা প্রথমেই থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল দুটি উদ্ধার করে। কে বা কারা এর সঙ্গে জড়িত সেটা সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান প্রক্টর।

সোনালী/জেআর